ছাতক প্রতিনিধিঃ ছাতক থানার ৮টি ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলী (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় সুনামগঞ্জ জেলা ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের মন্ডলিভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেনে ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজানের তত্বাবধানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মিলাদ হোসেন, কনস্টেবল শরীফ উদ্দিন, বিজন দাস সহ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলীকে গ্রেফতার করা হয়,তার বিরুদ্ধে সিলেট বিশ্বনাথ থানায় ০২টি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি, এবং ছাতক থানায় ০৫টি ডাকাতি মামলা সহ সর্বমোট ০৮টি ডাকাতি মামলার আসামি। তাছাড়া ছাতক থানায় ০৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে তার বিরুদ্ধে।