মৌলভীবাজারে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে চা শ্রমিকদের নিয়ে সমাবেশ এবং খাদ্য দিবসে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়নের দাবিতে মৌলভীবাজার জেলার জয়চন্ডি এলাকায় চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা রবিবার সন্ধা ৬ টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ক্লিবটন চা বাগানে অনুষ্ঠিত হয়েছে।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( ডিওয়াইডিএফ) মৌলভীবাজার জেলা শাখা এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ( খানি) এর যৌথ আয়োজনে চা শ্রমিক দের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান, প্রধান বক্তার বক্তব্যে রাখেন ধ্রুবতারার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুলাউরা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা খচরুল আলম।
নেটের সমস্যা থাকায় সংহতি জানিয়ে টেলিকনফারেন্স এ বক্তব্য দেন সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরোমা দত্ত এমপি।
ধ্রুবতারা মৌলভীবাজার জেলার সভাপতি হোসাইন আহমেদ পারভেজ এর সভাপতিত্বে ও সহ সভাপতি আরব আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ৪ নং জয়চন্ডি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড এর সদস্য শংকর উরাল,৫ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি মরলী ধর গোয়ালা,
ধ্রুবতারা সিলেট জেলার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ধ্রুবতারা মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ মুন্না।
সভায় চা শ্রমিকরা তাদের জীবনের নিন্মমান, খাদ্যগুণ, খাদ্যপ্রাপ্তির অসমানঞ্জস্যতা, নিন্ম মজুরী নিয়ে কথা বলেন।