সিলেট এডিএম কোর্টের অবসরপ্রাপ্ত পেশকার আব্দুল খালিকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর সিলেট হযরত শাহজালাল (র.) দরগা মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দরগা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এরআগে শনিবার সকাল ৮.৩০ মিনিটের সিলেট জালালাবাদস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দির্ঘী দিন ধরে বার্ধক্য জনিত রোগের ভূগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে। তাঁর ১ ছেলে ডা. আরিফ বিল্লাহ সিলেট রাগীব আলী হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জারীতে কর্মরত, ১ মেয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত, আরেক মেয়ে একজন আইনজীবী হিসেবে কর্মরত, অপর একজন লন্ডন প্রবাসী।
জানা যায়, আব্দুল খালিকের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি বাড়িতে। তিনি স্বনামধণ্য পরিবারের মরহুম কাজী ওয়াসীফ আলীর তৃতীয় সন্তান। চাকুরী জীবনে তিনি সিলেট এডিএম কোর্টের পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন।
বার্তা বিভাগ প্রধান