অলি আহমেদ : বরগুনার বেতাগীতে জাতীয় কন্যাশিশু দিবসে ” আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধি হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিয়ে প্রতিরোধে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফ এর শিশুরা উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু,, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক অলি আহমেদ।
সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এর হাতে স্মারক লিপি তুলে দেয় এনসিটিএফ’র সভাপতি, তানজিম জামান শিফা সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্নাসহ অন্য সদস্যরা ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়- শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুদের ঝড়ে পড়ার অন্যতম কারন হচ্ছে বাল্য বিবাহ। এক্ষেত্রে উপজেলা পরিষদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কণ্যা শিশুদের শিক্ষা সুনিশ্চিতকরণ এবং যৌন হয়রানী প্রতিরোধে উপজেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করে। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে পর্যবেক্ষণ কমিটি, বিদ্যালয় ভিত্তিক, ইউপি মেম্বারদের নেতৃত্বে বাল্যবিবাহ বিরোধী টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান শিশুদের সকল প্রস্তাবনার প্রতি একমত পোষণ করে তা বাস্তবায়নে অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন- বাল্য বিবাহ প্রতিরোধে আমাকে সবসময় তোমাদের পাশে পাবে। প্রয়োজনে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবে। এছাড়াও ইভটিজিং, বাল্য বিবাহ মুক্ত অঞ্চল ঘোষণার অঙ্গীকার ব্যক্ত করেন।