যুব সমাজের আইড্রল, যুবনেতা মোহাম্মদ আলী আহমেদ মাহিন জন্মদিন উপলক্ষে, সিলেট মহানগর যুবলীগ ও সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক – নগরীর চালিবন্দর এলাকায়, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,
সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী, জাকির আহমেদ, রাফিউল করিম মাসুম, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনি দেব, ১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল আমিন রাশেদ, যুবলীগ নেতা মোহাম্মদ হেলাল মিয়া, সৈয়দ শাহরিয়ার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা এম.এস রুবেল,১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ সানু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শাহিনুল কবির ইরাম, রিশাদ আহমেদ রনি, তামজিদ চৌধুরী, সারোয়ার হোসেইন, সাব্বির হোসেইন, তানবির হোসেইন নাঈম, লিংকন দেব, ফাহিম হোসেইন, কামরুল হোসেন, আসিফ আরমান শাহ, আদনান পারবেজ, বিজন দাস, মুজিব আহমেদ, নাকিব আহমেদ, মোহাম্মদ আতাউর রহমান রাহি,
পাপ্পু মন্ডল, সাকিব মোহাম্মদ জামি, সাঈদ আহমেদ, ইশতিয়াক ইমু, আব্দুল্লাহ, মিহিরাজ, বিবেক, অনি, রাহুল, সাদি, ফারদিন, আরিফ, দিপু, শাকিল, নিজাম, রবিন, বিল্লাল, অপু, শহিদ, সানি, লিপু, জাবেদ, তপু, আদিল, পার্থ, আশিক, অর্নব, তানবির, রজব, আলতাফ, জয়, নয়ন, জাহিদ, শিপলু, বাস্কর, সহিদুল, ফাইয়াজ, প্রণয়, বিনয়, অর্জুন, নাবিল, আহাদ, বিশ্বজিৎ, বিপ্লব, রায়হান, রুবেল, বিপুল, শাহান, শিমুল, আলি, সৌরভ, সামিউল, আলিফ, জয়ন্ত, দিপন, জয়দীপ, আকাশ, রিমন, রিয়াদ, দিপ, আমিনুল, জনি, রুমেল, সায়হান, অপূর্ব, মুজাহিদ, শাহনেওয়াজ, নাছির, আশরাফুল, রুমন, তৌহিদ, সাব্বির, তানিম, শাহরিয়ার, সাকিব, মাহফুজ, সিয়াম, তাহিন, মাহির, নাহিয়ান, জাওয়াদ, সুজন, শুভ, রেজা, হাসান, আদনান, অনিক, বিকরম, ওয়াজেদ, অভি, মুসা, সুহান, মুস্তফা, সাদিক, শাফিন, নাফি, জাকির, ইমাদ, রাফি, ফজল, ইউনুস, রাব্বি, আরহান, জামান, ইয়াসিন, মাহমুদ, মামুন, মুস্তাকিম, শপন, শরিফ, মিনহাজ, ইমন, আলিম, ফারহাদ, আকরাম, সুফিয়ান, ফাহমিদ, এলাহি, দুর্জয়, শাদিন, সামাদ, তোফায়েল, জিসান, রাহমান, সেলিম, মির্জা, লায়েক, বিশু, শান্ত, সাইফুর, অমিত, শিবলু, জুনায়েদ, রিশাদ, আরিয়ান, রিফাত, দুলাল,সাগর, তানভির, রাহী ২, জুবায়ের,আলামিন,রাহাত,ফারহান, ,কামরান,ইয়ামিন, শাজান, জুয়েল, সালমান, লিটন, নান্টু, রানা, ফয়সাল, এনাম, জিতু, মিশন, পার্থিব, লস্কর ইত্যাদি প্রমুখ।
নির্বাহী সম্পাদক