পর্দায় একাই একদল দুষ্কৃতিকে পিটিয়ে তক্তা বানানো হোক কিংবা ঘাড়ের কাছে রোদচশমা ঝুলিয়ে রাখা; অনুরাগীদের কাছে সবকিছুই প্রিয়। তবে সম্প্রতি বাস্তবে যা ঘটেছে, তা দেখে হাসি চেপে রাখতে পারলেন না তার অনুরাগীরাও।
বিদেশ থেকে মুম্বাইয়ে ফিরে আসেন সালমান। তবে বিমানবন্দরে উল্টো মাস্ক পরে দেখা যায় তাকে।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান। মাথায় টুপি। মুখে কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের আদ্যক্ষর— ‘এস কে’।
তবে মাস্কটি উল্টো পরায় সেই অক্ষর দু’টিও স্বাভাবিকভাবেই উল্টে গেছে। সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি।
সালমানের উল্টো মাস্ক পরা দেখে হাসি চেপে রাখতে পারেননি তার অনুরাগীরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক। অনেকেই আবার তাকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন।
রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ করছিলেন সালমান। ‘বিগ বস’-এর পঞ্চদশ পর্যায় শুরু হওয়ার আগে দেশে ফিরে এসেছেন তিনি। এবারও সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তার কাঁধে।
সূত্র: বলিউড ডটকম।