Home » ৪৮ ঘন্টার কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের সমাবেশ

৪৮ ঘন্টার কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের সমাবেশ

বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইমুভার মালিক-শ্রমিক সম্বন্নয় পরিষদের ১০ দফা দাবিতে আগামীকাল সোমবার ও মঙ্গলবার টানা ৪৮ ঘন্টার কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ট্রাক, কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইমুভার মালিক-শ্রমিক সম্বন্নয় পরিষদ।

রবিবার বিকেলে দক্ষিণ সুরমার হুময়ান রশিদ চত্বর সংলগ্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির অফিসে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ ও জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

আঞ্চলিক কমিটির সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল এর পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জুবের আহমদ, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, প্রচার সম্পাদক ফখর আহমদ,জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য শরীফ আহমদ, আলী আহমদ, জলিল আহমদ, বিলাল আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক বাবল মিয়া, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, শ্রমিক নেতা ফারুক আহমদ, ফলিক আহমদ, শাকিল আহমদ, প্রমূখ। পরে কর্মবিরতির সর্মথনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল, ফল মার্কেট, হুমায়ুন রশিদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *