Home » এবার মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

এবার মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যুর ৩ দিনের মাথায় এবার জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেছে বড় ভাইয়ের।

মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে ছোট ভাই এমদাদের লাঠির আঘাতে নিহত হয়েছেন বড় ভাই জিয়াউল।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে হামলাকারী এমদাদ পলাতক রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত বাড়ির সামনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই এমদাদ বড় ভাই জিয়াউলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আনসার সদস্য সঞ্জব আলী (৪২) মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই তৈয়ব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। গত বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মারা যান সঞ্জব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পইল গ্রামে বাড়ির জমি নিয়ে বড় ভাই তৈয়ব আলীর সঙ্গে বিরোধ চলছিল আনসার সদস্য সঞ্জবের। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই জমির একটি গাছ থেকে জাম্বুরা পাড়েন সঞ্জব আলীর পরিবারের সদস্যরা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে তৈয়ব আলী ও তার পরিবারের সদস্যরা সঞ্জব আলীকে পিটিয়ে আহত করেন। রাতে গুরুতর অবস্থায় সঞ্জবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সঞ্জব আলীকে বাড়ি নিয়ে আসা হয়। বুধবার দুপুরে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে সঞ্জবকে আবারো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সঞ্জবকে মৃত ঘোষণা করেন।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *