দিল্লির একটি আদালতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগীসহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
জানা গেছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিনী আদালতে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে আনা হয়েছিল। গত মার্চে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
আদালতকক্ষে বেশ কিছু দুষ্কৃতিকারী আইনজীবীর পোশাক পরে প্রবেশ করে। আদালতকক্ষেই দুই পক্ষ গুলাগুলি শুরু করে। এসময় পুলিশও গুলি চালায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিরোধীপক্ষের দুষ্কৃতিকারীরা জিতেন্দ্র গোগীর উপর গুলি চালায়।
গোগীর উপর হামলায় টিল্লু নামক দুষ্কৃতি দল জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
দিল্লী পুলিশের কমিশনার রাকেশ আস্তানা এনডিটিভিকে বলেন, দুই প্রতিপক্ষ দুষ্কৃতিকারী দল আদালতে ঢুকে। এসময় গোগীর প্রতিপক্ষ দল তার উপর গুলি চালায়। বন্দুকধারীদের লক্ষ্য করে পুলিশও গুলি চালায়। এতে টিল্লুর দলের দুই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়। টিল্লুর দলের ওই দুই বন্দুকধারীর গুলিতে নিহত হয় জিতেন্দ্র গোগী। আদালতকক্ষে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলে।
দিল্লির পুলিশ জানিয়েছে, গোগী ও টিল্লুর দল বহু বছর ধরে সংঘর্ষে লিপ্ত। এদের লড়াইয়ে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
সারাবাংলা/