Home » ঝালকাঠিতে ধ্রুবতারা’র যুব সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদান

ঝালকাঠিতে ধ্রুবতারা’র যুব সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদান

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুব সম্মেলন ও করোনাকালিন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দেশবাংলা ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চুর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমীয় প্রাপণ চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, যুব উন্নয়নের সহকারী পরিচালক মো: মহসিন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা মো: আল আমিন বাকলাই, মোঃ আজমীর হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মো: পলাশ তালুকদার, মো: সালমান সাকিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো: তোফায়েল আহমেদ পাপ্পু, সাবেক প্রেসিডিয়াম সদস্য এইচএম গিয়াস উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ হুমাউন কবির সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাকিল হাওলাদার রনি, নারী নেত্রী নাজমা বেগম, রাজাপুর উপজেলা সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ বুলবুল হোসেন প্রমুখ।
এ সময় করোনাকালে মানবিক বিপর্যয় চলাকালে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠনসমুহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সংগঠনসমূহ হলোঃ কোয়ান্টাম ফাউন্ডেশন, স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা, দেশবাংলা ফাউন্ডেশন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ইয়ূথ অ্যাকশন সোসাইটি, শাবাব ফাউন্ডেশন, সিটি ক্লাব ও পাঠাগার, ঝালকাঠি নাগরিক ফোরাম নবগ্রাম শাখা, রক্ত কণিকা ফাউন্ডেশন, বাংলাদেশ স্কাউট ঝালকাঠি রোভার, রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিট, অসীমাঞ্জলী ফাউন্ডেশন, ফিরোজা আমু ক্লাব ও পাঠাগার, ইয়ূথ অ্যাকশন সোসাইটি ঝালকাঠি, রুপশী বাংলা ব্লাড ডোনার ক্লাব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *