নিজস্ব প্রতিবেদক: কন্দাল ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। এই ফসল উন্নয়নের আওতায় মঙ্গলবার মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। স্থানীয় রামপাশা ইউনিয়ন কাউপুর গ্রামের মসজিদের মোতায়ল্লী আব্দুল রৌফ (রুপন) এর বাড়িতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
যুব সংগঠক ও কৃষক মো. আব্দুল বাতিনের সভাপতিত্বে উপসহকারী কৃষি অফিসার শাহ কামরান আহমদ পরিচালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কনক চন্দ্র রায়। বক্তব্যে তিনি বলেন, ‘কন্দাল ফসল বারি পানি কচু১ (লতিরাজ) খুবই উপকারী ও লাভজনক সবজি। ধানী জমি বা পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে যেকোন জায়গায় সহজেই অল্প পুঁজি ও পরিশ্রমে এ সবজি চাষ করা সম্ভব। কচুর লতি, কন্দমূল, ফুল ও পাতা সবই খাবার উপযোগী। এতে মানবদেহের উপকারী গুণাগুণ রয়েছে। শর্করা ও আয়রনসহ অনান্য খনিজ উপাদান রয়েছে। তাছাড়া এ সবজি চাষে পুঁজির অধিক মুনাফা করা সম্ভব। একজন আদর্শ কৃষকের জন্যে একটি এলাকা পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ ওই কৃষকই হচ্ছেন সবচেয়ে বড় সম্প্রসারণ কর্মী। প্রত্যেক ইউনিয়নে একজন আদর্শ কৃষক তৈরী হলে তার কাছ থেকে পরামর্শ নিয়ে উপকৃত হতে পারেন অসংখ্য কৃষক। কৃষকদের জন্যে আমাদের পরামর্শ ও সহযোগিতা সবসময় অব্যাহত আছে এবং থাকবে। আমরা চাই কৃষিক্ষেত্রে প্রত্যেকেই সফলতা অর্জন করুক। কৃষকদের হাসিই আমাদের প্রাপ্য।’
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফয়জুল হক, উপসহকারী কৃষি অফিসার সুলতানা বেগম।
এ সময় ৫০ জন কৃষক কৃষাণীকে ২০০ টাকা করে সম্মানি ভাতা, নাস্তা ও আব্দুল বাতিনের পক্ষ থেকে সচেতনতা মূলক মাক্স দেওয়া হয়।