অনলাইন ডেস্ক: আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ৮৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।প্রায় দুই দশক দেশকে নেতৃত্ব দিয়েছেন বুতেফ্লিকা। পঞ্চম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর রাস্তায় ব্যাপক বিক্ষোভের মুখে ২০১৯ সালে পদত্যাগ করেন তিনি।
১৯৫০ ও ১৯৬০-এর দশকে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুতেফ্লিকা। এরপর ১৯৯৯ সালে, দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, মারা যায় প্রায় ২ লাখ লোক। সেনাবাহিনীর আহ্বানে প্রেসিডেন্ট হন বুতেফ্লিকা।
২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে জনসম্মুখে তেমন দেখা যেতো না বুতেফ্লিকাকে। স্ট্রোকের ফলে সাবলীলভাবে কথা বলতে পারতেন না তিনি। এমনকি সক্রিয়তার সঙ্গে কাজকর্মও করতে পারতেন না।
বুতেফ্লিকার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় খুব কম বয়সে। ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় আলজেরিয়া। এরপর পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী হন তিনি। তার এই রেকর্ড এখনো অক্ষত রয়েছে। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি দায়িত্ব নেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।
প্রতিনিধি