ডেস্ক নিউজ: পৃথিবী গোল না সমতল তা নিয়ে বিতর্কের শেষ নেই। এবার সেই বিতর্কে অংশ নিল গুগলও। যারা পৃথিবীকে সমতল ভাবেন তাদের নিয়ে রসিকতা করেছে সার্চ ইঞ্জিনটি। ‘গুগল ট্রান্সলেট’ এ গিয়ে আমি সমতল পৃথিবীতে বিশ্বাসী (I’m a flat-earther) লিখে ফ্রেঞ্চ ভাষায় সেটিকে অনুবাদ করুন। je suis un fou এই লেখাটা আসবে। যদিও ফ্রেঞ্চ ভাষায় দখল না থাকে তবে এটিকে এবার ইংরেজিতে অনুবাদ করুন, তাহলেই গুগলের ঠাট্টাটা বুঝবেন। সমতল পৃথিবীতে বিশ্বাসী মানুষরা সম্প্রতি খবরের শিরোনাম হন, কারণ তারা দাবি করেছিলেন পৃথিবীতে অস্ট্রেলিয়ার কোনো অস্তিত্বই নেই।
বার্তা বিভাগ প্রধান