ডেস্ক নিউজ: ‘বাহুবলী’ ছবির ব্যাপক জনপ্রিয়তার পর আনুশকা শেঠিকে প্রভাস বিয়ে করতে চলেছেন এমন গুঞ্জন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জোরেসোরে শোনা গিয়েছিল। তবে প্রভাস কিংবা আনুশকা কেউই কখনও তাদের সম্পর্কে কথা স্বীকার করেননি। তারা শুধুই ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন। তবে একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বলছে, প্রভাস কখনও অানুশকাকে বিয়ে করবেন না। আর এর প্রধান কারণ হল তার পরিবার। সূত্রের খবর, প্রভাসের পরিবার নাকি ভীষণই রক্ষণশীল। তারা কখনও অানুশকাকে প্রভাসের স্ত্রী হিসাবে মেনে নেবেন না। কারণ প্রভাসের পরিবার নাকি ‘লাভ ম্যারেজ’-এরই বিরোধী। বিশেষ করে প্রভাসের বাবা এবং কাকা দু’জনেই অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে, আর প্রভাস তার বাবা ও কাকার খুব কাছের। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি অানুশকাকে বিয়ে করবেন না বলে ধারণা করছে তার ঘনিষ্ট মহল। এমনকি এই কারণে আনুশকা-প্রভাস তাদের সম্পর্ককে কেবল বন্ধুত্বের পর্যায়েই সীমাবদ্ধ রেখেছেন বলে প্রভাসের পরিবারের এক সদস্য একটি গণমাধ্যমকে জানিয়েছেন। এরপরও প্রভাস-আনুশকা বাস্তবে বিয়ে করবেন কিনা সেটা দেখার জন্য তাদের কারও একজনের বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।