২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইনকোর্স পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের ৫০ ও ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিবর্তে অর্ধ পত্রের জন্য ৫০ নম্বর এবং পূর্ণ পত্রের জন্য ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি গত বছরের ১২ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের ২০৫তম সভায় অনুমোদিত হয়।
প্রতিনিধি