রাজনীতিতে অংশগ্রহণের দাবিতে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় তালেবান সদস্যরা বিক্ষোভকারী নারীদের ওপর ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুঁড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কয়েকজন নারী আন্দোলন কর্মী রাজনীতিতে অংশগ্রহণের দাবিতে মিছিল করে প্রেসিডেন্ট প্যালেসের দিকে যেতে থাকে। তাদের বাধা দেন তালেবান সদস্যরা। এ সময় তাদের দিকে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। তবে টিয়ার গ্যাস উপেক্ষা করেই তারা সামনে যাওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে তালেবান।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, নারীদের ওপর তালেবান সদস্যরা ফাঁকা গুলো ছোঁড়েন। তারা আন্দোলনকর্মী ও সাংবাদিকদের ওই স্থান ত্যাগ করতে বলেন। তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সে সময় এক নারী অধিকারকর্মীকে তালেবান সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এক ভিডিওতে দেখা গেছে, ওই নারী মাথায় আঘাত পেয়েছেন। তার মুখে রক্ত গড়িয়ে পড়ছে।
রাবিয়া সাদাত নামে ওই নারী অধিকার কর্মীকে শনিবার মারধর করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর শনিবার এ নিয়ে চতুর্থবারের মতো আফগান নারীরা রাস্তায় নেমে আসলেন বলে ওই প্রতিবেদনে জানা গেছে। এর আগে কাবুল ছাড়াও পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিল আফগান নারীরা।
বার্তা বিভাগ প্রধান