নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি , সাবেক গণপরিষদ সদস্য ,বাংলাদেশ সংবিধানে অন্যতম স্বাক্ষরকারী এডভোকেট লুৎফুর রহমান আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরের আম্বরখানা বড়বাজারের বাসভবনে তিনি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।উনার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, গত ১৫ জুলাই করোনা শনাক্ত হন বর্ষীয়ান রাজনীতিক লুৎফুর রহমান। পরে তিনি চিকিৎসা নিয়ে করোনামুক্ত হলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন। তিনদিন আগে ডায়রিয়া ও বার্ধক্যজনিত নানা রোগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরের মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কয়েকদিন ধরে বাধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম ও ফেসবুকে প্রচার হচ্ছিল। তার মৃত্যু সংবাদটি মুহুর্তের মধ্যে সিলেটসহ সারা দেশে ছড়িয়ে পরে। লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট এখন স্তব্দ এবং সর্বত্র শোকের ছায়া নেমে এসছে।
জানাজার শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি