Home » ওসমানীতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ

ওসমানীতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে স্থাপিত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও লাইন। এতে ব্যয় হবে প্রায় ৫ কোটি ১৯ লাখ টাকা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ প্ল্যান্ট ও লাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন ও গণপূর্ত বিভাগ এই প্ল্যান্ট ও লাইন স্থাপনের কাজ করবে। এরমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রাপ্ত দুই কোটি টাকায় নির্মিত হবে অক্সিজেন প্ল্যান্ট। আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া ৩ কোটি ১৯ লাখ টাকা দিয়ে স্থাপন হবে সেন্ট্রাল অক্সিজেন লাইন।

ইতোমধ্যে সেন্ট্রাল অক্সিজেন লাইনের জন্য দরপত্র্র আহবান করেছে গণপূর্ত বিভাগ। আর অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য কয়েকদিনের মধ্যে দরপত্র আহবান করবে সিলেট সিটি কর্পোরেশন।

সিলেটে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে অক্সিজেনের প্রয়োজনিয়তা বোঝা যায়। এর প্রেক্ষিতে গত জুলাইয়ে ওসমানী হাসপাতালে করোনা ইউনিট চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে, গত ৩ আগস্ট সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতাদের নিয়ে সভা করেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এদিন তিনি সার্বিক বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলে জানান।

পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য ২ কোটি টাকা বরাদ্দ পায় সিলেট সিটি কর্পোরেশন।

দুই কাটি টাকা সিসিকের কাছে এসে পৌঁছেছে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, কয়েক দিনের মধ্যে এই কাজের দরপত্র আহবান করা হবে। পরে ওয়ার্ক অর্ডার দেয়া হবে। কাজ শুরু হলে এ প্ল্যান্ট তৈরিতে দেড় মাসের মতো সময় লাগবে বলে জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *