দক্ষিণ সুরমার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজের ব্রিটেনে অবস্থানরত সাবেক ছাত্র ছাত্রীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল রবিবার বার্মিংহামের আস্টন বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ১৯৭৮ ব্যাচের ছাত্র বার্মিংহামের পরিচিতমুখ ফয়েজ উদ্দিন এম.বি.ই এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮২ ব্যাচের ছাত্র মোঃ আমজাদ হোসেন। সভায় ২০২২ সালে লন্ডনে সবাইকে নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাসির উদ্দিন হেলাল, মুক্তাদির আহমেদ মুকুল, দিলু আহমদ, সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুল কালাম, খালেদ সিকদার, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম পারভেজ, সৈয়দ জাবেদ, জামাল উদ্দিন, আব্দুল কাদির, মমতা বেগম ও সেলিনা পারভীন।
বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয় একে অন্যকে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন, অতীতের সেই স্মৃতি মনে করে আবার সেই সোনালী সময়ে ফিরে যেতে চান সবাই,
সবার শেষে মুফতি মাওলানা রফিক উদ্দিন দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা বিভাগ প্রধান