অনলাইন ডেস্ক:
কোভিড টিকার বৈশ্বিক কার্যক্রম কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের যে ১০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল, তা আজ সোমবার আসছে না বলে জানা গেছে। টিকাগুলো আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান।
মাইদুল ইসলাম আরও জানান, আজ দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছবে কি না, সেটিও পরে জানানো হবে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা ৩০ আগস্ট দেশে আসছে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে এ টিকা ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথাও জানানো হয়েছিল।
প্রতিনিধি