Home » ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’প্রশংসার দাবি রাখছে : বিশ্বনাথে ছামির মাহমুদ

‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’প্রশংসার দাবি রাখছে : বিশ্বনাথে ছামির মাহমুদ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেছেন, দেশের সব ক্লান্তিলগ্ন ও সংকটের সময় সবার আগেই প্রবাসীরাই পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় করোনা সংকটকালীণ সময়ে সিলেটের প্রবাসীরা আবারও উদার মানবতার পরিচয় দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ছামির মাহমুদ আরও বলেন, প্রত্যেক বাড়িতে দুটি করে নিম গাছ লাগান। তাহলেই স্থায়ীভাবে অক্সিজেনের ব্যবস্থা হবে। এসময় ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ টিমের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে তিনি বলেন, এই টিমের মানবিকতা দেখিয়ে দিয়েছে যুবকরা চাইলে বিশ্ব জয় করতে পারে। এসময় তিনি অনুদান দেয়া প্রবাসীদের ধন্যবাদ জানান। নিঃস্বার্থে সেবা করি, পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ি। এমন শ্লোগানে ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র টিম লিডার ফজল খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক সহ-সভাপতি আশিক আলী, জেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য মিটু দাশ জয়, সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলন বিশ্বনাথের আহবায়ক সাজিদুল ইসলাম সুহেল, ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র সদস্য শিপন আহমদ, ইকবাল হোসেন, আবু সুফিয়ান।

শুরুতেই ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র অন্যতম সদস্য আব্দুল বাতিন তাদের এক মাসের পুরো কার্যক্রম তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত এক মাসে উপজেলার ২৩জন প্রবাসী অনুদান দেন ৪ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। এর মধ্যে প্রায় ২ শতাধিক রোগিদের সেবা দিতে ব্যয় হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার টাকা। রোগিদের মধ্যে বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বালাগঞ্জ, জগন্নাথপুর ও ছাতকের রোগি রয়েছেন। ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র ২০ জনের এ টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বেড সংস্কারের মাধ্যমে নিয়মিত করোনা ও শ্বাসকষ্ট রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ফজল খান বলেন, মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব। করোনার এই দিনগুলোতে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজটিই করে যাচ্ছি। অনেক পরিবার আমাদের তথ্যের ওপর নিভ’র করেন, আমারা কথায় আস্থা রেখে সে অনুযায়ী কাজ করি। তিনি আরো বলেন, অন্যের সহযোগিতা ব্যতীত সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। অন্ধকারের বদ্ধ দুয়ার খুলে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে আলোকিত দিন গড়তে, নিরাপদ থাকতে কী করণীয় তা সবাইকে বুঝিয়ে বলি। আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা সমাজের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্বকর।

এসময় অনুদান দেয়া প্রবাসীদের কৃতজ্ঞতা জানিয়ে তাদের নাম প্রকাশ করা হয়। তারা হলেন, পৌরশহরের নতুন বাজারস্হ গ্রান্ড কমপ্লেক্স মার্কেটের সংগঠনের অফিসে এ মতবিনিময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সদস্য বদরুল ইসলাম মহসিন, সদস্য নুর উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, সংগঠক আবু সুফিয়ান, শাহিন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন, ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র সদস্য আমিনুল ইসলাম, আব্দুন নুর, আবুল হাছান, মঈন উদ্দিন, আকবর আলী, মাজহারুল ইসলাম সাব্বির, কামরুল ইসলাম সাব্বির, ইমদাদুল হক মিলন,ম অলিউর রহমান সাজন, সাহাব উদ্দিন নাজেল, মাছুম উদ্দিন, কামরুল ইসলাম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *