যুক্তরাষ্ট্রের প্রত্যাহার চলার মধ্যে কাবুল বিমানবন্দরে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও ১৫০ জন।
কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন বাহিনীর ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। জঙ্গিদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সির টেলিগ্রাম চ্যানেলে এই দায় স্বীকার করা হয়েছে।
কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তালেবানের তরফে বলা হয়েছে, যে স্থানে হামলা চালানো হয়েছে সেই স্থানের নিরাপত্তার দায়িত্ব ছিলো মার্কিন বাহিনীর উপর। সাধারণ আফগানদের নিরাপত্তার বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার দাবি করেছে তালেবান।
বার্তা বিভাগ প্রধান