দক্ষিণ ভারতীয় সুপারস্টার ‘থালাপতি’ বিজয়ের সঙ্গে দেখা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী।
বর্তমানে চেন্নাইয়ে বিজয়ের আসন্ন সিনেমা ‘বিস্ট’র শুটিং চলছে। আর সিনেমাটির শুটিং সেটেই প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করেছেন ধোনী। তাদের দেখা করার ছবিগুলো এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দু’জনই ভক্তদের ভালোবাসা পাচ্ছেন।
ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনী। সে সুবাদে চেন্নাইয়ের মানুষের সঙ্গে তার বেশ হৃদ্যতা রয়েছে। এমনকী তারা এই ক্রিকেটারের ডাকনাম দিয়েছে ‘থালা’। ভালোবেসে এই নামে অভিনেতা অজিতকেও ঢাকা হয়।
করোনার প্রকোপের মধ্যেও পুরোদমে চলছে ‘বিস্ট’ সিনেমার শুটিং। নিজের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন নেলসন দিলিপকুমার। আর প্রযোজনা করছেন সান পিকচার্স। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
বিজয়কে সর্বশেষ দেখা গিয়েছে বছর শুরুতে মুক্তি পাওয়া ‘মাস্টার’ সিনেমায়। করোনার মধ্যেও প্রেক্ষাগৃহে সিনেমাটি ব্যাপক দর্শক টানতে পেরেছে। এছাড়া ব্যবসায়িকভাবেও পেয়েছে সাফল্য। তামিলনাড়ু ছাড়াও কেরেলা ও কন্নড়তেও সিনেমাটি ভালো সাড়া ফেলে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বার্তা বিভাগ প্রধান