Home » আফগানিস্তানে ফের সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ফের সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন বাহিনীর আফগানিস্তান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরইমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার দেশটিতে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। কিন্তু হুট করেই কেমন এমন সিদ্ধান্ত? সাংবাদিকদের কাছে এর কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এবং পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে জনবল আরও কমিয়ে আনবে ওয়াশিংটন। এসব কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। তবে তালেবানের উত্থানজনিত নিরাপত্তা উদ্বেগের কারণে এক্ষেত্রে বিকল্প চিন্তা করছে হোয়াইট হাউস। পরিকল্পনা অনুযায়ী, কর্মীদের সরিয়ে নিতে সহায়তার জন্য আফগানিস্তানে বাড়তি তিন হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, কাবুলের দূতাবাসটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে না। কিছু জনবল কমানো হলেও দূতাবাস চালু থাকবে। তবে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কাবুলে মার্কিন নাগরিকদের পদচারণা সীমিত করা হচ্ছে।

সূত্র: বাংলা ট্রবিউন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *