Home » সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ৫৬৭ জন

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ৫৬৭ জন

নিজস্ব প্রতিবেদন:

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ১১ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জ ১ জন, এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৭ জনের।

বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩১৭ জন, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজারে ১০০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫ শত ৭৮ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৫ হাজার ৫ শত ২৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫ শত ২৮ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭ শত ৩৯ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৮ শত ৩০ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৩১ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৯২ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *