সিলেট মহানগরীসহ সারাদেশে বৃহস্পতিবার থেকে বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ প্রয়োগ।
কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত মহানগরীর ৮৫ হাজার নাগরিক টিকা পেতে নিবন্ধন করলেও টিকা পাননি তারা। তাদের মোবাইল ফোনে ম্যাসেজ না আসায় বৃহস্পতিবার অসংখ্য মানুষকে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখায় গিয়ে যোগাযোগ করতে দেখা গেছে।
সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখায় এ প্রতিবেদকের সাথে কথা হয় টিকা পেতে আগ্রহী মাওলানা ইলিয়াস হোসেনের। তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে টিকা পেতে নিবন্ধন করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত মোবাইলে ম্যাসেজ না আসায় এখানে এসেছি। কিন্তু সিসিক থেকে তাকে জানানো হয়েছে ম্যাসেজ ছাড়া কোন টিকা দেওয়া যাবে না। তিনি বলেন, আজ মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে কোন টিকা দেওয়া হবে সেটি জানতে আরো অপেক্ষা করতে হবে।
জানা গেছে, সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় গেল ১৩ জুলাই থেকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ।
বর্তমানে এই টিকার মজুদ কমে আসায় আজ থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হয়েছে। আর দ্বিতীয় ডোজ কবে থেকে দেওয়া শুরু হবে এমন নির্দেশনাও আসেনি বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।
টিকা প্রসঙ্গে ডা. জাহিদুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে আজ বিকেল থেকে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ করা হয়েছে। যারা ইতিমধ্যে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে কবে থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া নগরীর অপেক্ষমাণ ৮৫ হাজার মানুষকে কোন টিকা দেওয়া হবে সেটিও মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে বলে জানান তিনি। উল্লেখ্য, সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে টিকা প্রদান করা হচ্ছে।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান