নিজস্ব প্রতিবেদন:
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
গতকাল রবিবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার রাতে সাবেক অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনামুক্ত হলেও সাবেক অর্থমন্ত্রীর শারীরিক দূর্বলতা আছে। কিন্তু, চিকিৎসকরা জানিয়েছেন বিষয়টি স্বাভাবিক। এই সমস্যা কেটে যাবে। ৮৭ বছর বয়সী আবুল মাল আব্দুল মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীল নির্দেশে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়।