নিজস্ব প্রতিবেদন:
মহামারি করোনাভাইরাসে সিলেটে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যাদেরকে নিয়ে এখানে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়ে গেছে।
নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭০২ জন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেটজুড়ে মারা গেছেন ১৭ করোনা রোগী। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ১৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। ১ জন করে মারা গেছেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
তাদের নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে ৫৯ জন সুনামগঞ্জের, ৬৪ জন মৌলভীবাজারের এবং ৩৯ জন হবিগঞ্জের বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭০২ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪২৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৬ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ৮১ জন রোগী শনাক্ত হয়েছেন।
২ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২.৮২ শতাংশ।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৬৪ জন। তন্মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৪৮৬ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৫২২ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ৪৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৩ হাজার ৫৩০ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৪৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বার্তা বিভাগ প্রধান