Home » গণটিকা কার্যক্রমে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ

গণটিকা কার্যক্রমে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ

নিজস্ব প্রতিবেদন:

শনিবার সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে গণটিকাদানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি সবাইকে টিকা গ্রহণের আহবান জানান। করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটে গণটিকাদান কার্যক্রমে এভাববেই গণজোয়ার তৈরি হয়েছে। ২৫ বছর থেকে ঊর্ধ্ব বয়সী নানা শ্রেণি, পেশার মানুষ নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন।

বেশ কয়েকটি টিকাদানকেন্দ্র ঘুরে দেখেছেন শুদ্ধবার্তা২৪ডটকমের প্রতিবেদক, প্রতিনিধি ও চিত্রসাংবাদিকরা। সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের রাজপাড়া এলাকায় অবস্থিত সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক পরিদর্শনে দেখা যায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। তারা জানিয়েছেন, প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাইরে টিকা গ্রহণে আগ্রহী মানুষেরা সারি বেঁধে দাঁড়াচ্ছেন। গণটিকা কার্যক্রম যেন মানুষের মধ্যে উৎসবের আমেজ নিয়ে এসেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৩৮১টি বুথে গণটিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে মহানগরীতে ২৭টি ওয়ার্ডে তিনটি করে ৮১টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে জেলার ১৩টি উপজেলায় ১০০টি কেন্দ্রে তিনটি করে ৩০০টি বুথ রয়েছে। প্রতিটি বুথে আজ ৩০০ জনকে টিকা প্রদানের আশা করছেন সংশ্লিষ্টরা।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিটি বুথে দুজন করে টিকাদানকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন। আজ সিসিক এলাকায় লক্ষ্যমাত্রা হচ্ছে ২৪ হাজার ২শ জন মানুষকে টিকা প্রদান করা। সাথে টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশনও চলছে।

জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া সবাই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *