Home » সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ৭৫৮ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ৭৫৮ জন

নিজস্ব প্রতিবেদন:

সিলেটে আরো ১৬ জন করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সংক্রমণ ধরা পড়েছে ৭৫৮ জনের শরীরে। তাদের নিয়ে শনাক্ত সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ১৩ জনই সিলেট জেলা বাসিন্দা। ২ জন হবিগঞ্জের, অপরজন মৌলভীবাজারের।

এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬২ জন ও হবিগঞ্জে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় সিলেটে ৭৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩৮.৫৪ ভাগ।

এর মধ্যে সিলেট জেলায় ৪৬৫ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জে ৫১ জনকে শনাক্ত করা হয়েছে।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫৮৫ জন আক্রান্ত হন। সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৩০০ জন শনাক্ত হন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল ২৪ ঘন্টায় বিভাগে ২৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৭৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *