Home » সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩, শনাক্ত ৭৩১ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩, শনাক্ত ৭৩১ জন

নিজস্ব প্রতিবেদন:

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে । মারা যাওয়াদের মধ্যে ১২ জন সিলেটের ও বাকি একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া গেল ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭৩১ জন। আর সুস্থ হয়েছেন ২৫৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৩ জনসহ এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬১ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত সনাক্ত হন ৭৩১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৭৩১ জনের মধ্যে ৪৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেটে ২৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২০৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জ জেলার ২২ জন এবং মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৫ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৫৫ জন সুস্থ হয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *