Home » জরুরি সভা ডেকেছেন মেয়র আরিফ, যুক্ত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী

জরুরি সভা ডেকেছেন মেয়র আরিফ, যুক্ত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে ভয়াবহ করোনা পরিস্থিতি বিরাজ করছে। দু-একদিন পরপরই ভাঙছে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত শনাক্তের রেকর্ড।

এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে এ সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের যুক্ত থাকার কথা রয়েছে।

সোমবার (২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা (পিআরও) আলীম শাহ।

তিনি বলেন, সিলেটের ভয়াবহ করোনা পরিস্থিতি কীভাবে সামাল দেয়া যায় এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরী এক জরুরি সভা আহ্বান করেছেন। সভায় করোনা সংক্রমণ রোধ, অক্সিজেন সরবরাহ, আইসিইউ বেড এবং সাধারণ শয্যা বৃদ্ধিসহ করোনা মুকাবেলার নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আলীম শাহ জানান, এ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির।

এছাড়াও সভায় অংশ নেবেন স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনীতিবিদ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানান পিআরও আলীম শাহ।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *