এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসেই। এরপর আগস্টের গত দুদিনে ৫২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৮৭ জন। এদের বেশিরভাগই ঢাকায়। এদের মধ্যে ২৭৯ জন ঢাকার। ঢাকার বাইরের ৮ জন।
সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৭৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকায় আছে ৯৪০ জন , আর বাকি ৩৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ৩ হাজার ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ হাজার ২০০ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সূত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান