ডেস্ক নিউজ:
সম্প্রতি আনন্দবাজারের খবরে বলা হয়, ‘এবার প্রতিদান চায় বাংলাদেশ’। এই খবরের সূত্র ধরে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আমি কোনও প্রতিদান চাই না।
ভারতে দুদিনের সফর নিয়ে বুধবার (৩০ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিনিয়র সাংবাদিক আবেদ খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তা ব্যারেজ করলেন কেন, যদি আমাদের পানি ভিক্ষা চাইতে হয়। গঙ্গা ব্যারেজ রয়েছে, সেখানে আমরা প্রতিবাদ করেছি, পানি নিয়ে এসেছি।’
ছোট দলগুলোর ফ্রন্ট থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘জিরো প্লাস জিরো সমান জিরো। এতিমের টাকা নিয়ে কোরআন শরিফেও লেখা আছে। আর এ মামলা আমাদের সরকারও দেয়নি। এটা দিয়েছে মইনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার। আমার তো সাজা দেওয়ার কোনও এখতিয়ার নেই। কোর্টের রায়ে আমার কিছু করার নেই।’
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। বাংলার মাটিতেই আমার জায়গা।’