সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। শারীরিকভাবে সুস্থতা অনুভব করায় সোমবার তাঁকে বাসায় প্রেরণ করেছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন।
এরআগে, গত ১৫জুলাই নমুনা পরীক্ষায় এডভোকেট লুৎফুর রহমানের করোনা শনাক্ত হয়। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। বর্তমানে শারীরিকভাবে সুস্থতা অনুভব করায় তাঁকে বাসায় প্রেরণ করা হয়।
সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন জানান, আপাতত তিনি শঙ্কামুক্ত। শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। তবে করোনা শনাক্তের দিন থেকে ১৪দিন পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হবে। তখন জানা যাবে তিনি করোনা মুক্ত কি না!
বার্তা বিভাগ প্রধান