মহামারিকালের সবচেয়ে ‘কঠোরতম’ লকডাউন শুরু হয়েছে সিলেটসহ সারাদেশে। পবিত্র ঈদ-উল-আযহার ঠিক একদিন পরেই, আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই লকডাউন। এ দিন সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব।
সিলেট মহানগরী ঘুরে দেখা গেছে, পুরো নগরী প্রায় ফাঁকা। সরকারি, বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রাখা হয়েছে। বিপণিবিতান, দোকানপাট সব বন্ধ রয়েছে। সড়কে যানবাহন ও মানুষের সংখ্যা একেবারেই কম। শুধুমাত্র জরুরি প্রয়োজন আছে, এমন মানুষজনই বাইরে বেরিয়েছেন। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। আন্তঃজেলা বাসও বন্ধ রয়েছে। সিলেট রেলস্টেশনও ফাঁকা, কারণ কোনো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
নগরীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা বেরিয়েছেন, তাদেরকে করা হচ্ছে জরিমানা। সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।
সবকিছু বন্ধ থাকলেও খাদ্যপণ্যের দোকান, ওষুধের দোকান খোলা রয়েছে। সিলেটে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি জানান, কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বিভাগ প্রধান