করোনাভাইরাসের শঙ্কা উপেক্ষা করে কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনে সিলেট নগরীর বিভিন্ন সড়কে বসেছে কোরবানি পশুর হাট।
সোমবার রাত থেকেই নগরীর বেশিরভাগ সড়কেই কোরবানির পশু নিয়ে ক্রেতাদের অপেক্ষা করতে থাকেন বিক্রেতারা। প্রথম দিকে বিচ্ছিন্নভাবে এসব কোরবানির পশু নিয়ে বসলেও ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে।
মঙ্গলবার বিকেলে এসে রীতিমতো হাটে পরিণত হয় নগরীর বিভিন্ন সড়ক। তবে নগরীর বেশিরভাগ জায়গায় কোরবানির পশুর হাট বসলেও নীরব পুলিশ। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর নাইওরপুল মিরাবাজার শিবগঞ্জ টিলাগড়ে বিচ্ছিন্নভাবে কিছু হাট বসেছে হাটে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো।
প্রশাসনের এমন নীরব ভূমিকায় নগরবাসী উদ্বিগ্ন বিগত বছরগুলোর তুলনায় এবার হাটের সমাগম সিলেট নগরীতে কম হলেও রাস্তার মোড়ে এই সমস্ত হাট নিয়ে নগরবাসী অনেক আতঙ্কের মধ্যে আছে বিশেষ করে করোনাভাইরাসের সময় এমন হাট-বাজারে লোক সমাগমের কারণে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
বার্তা বিভাগ প্রধান