সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। রবিবার (১৮ জুলাই) ১৭ জনের অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি তাহিরপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। বাকি ৪ জনের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিজ নিজ বাড়িতে আইসলোশনে রয়েছেন।
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ উপজেলায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বিভাগ প্রধান