তাসকিন আহমেদ এনে দিলেন দুর্দান্ত শুরু। শেষটায় জ্বলে উঠলেন শরিফুল ইসলাম। আর মাঝে সাকিব আল হাসানের জাদুতে জিম্বাবুয়ের স্কোর খুব একটা বাড়তে দেয়নি বাংলাদেশ। ধরাছোঁয়া ভেতরেই রেখেছে টার্গেট।
সিরিজ জিততে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের চাই ২৪১ রান।
হারারের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ২৪০ রান। সর্বোচ্চ ৫৬ রান এসেছে ওয়েসলি মাধেভেরে ব্যাট থেকে। এছাড়া অবদান রেখেছেন ব্রেন্ডন টেলর (৪৬), ডিয়ন মায়ার্স (৩৪), সিকান্দার রাজা (৩০) ও রেগিস চাকাভা (২৬)।
বার্তা বিভাগ প্রধান