Home » মা হতে চলেছেন সোনম কপূর, দেশে ফিরতেই অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন নেটাগরিকদের

মা হতে চলেছেন সোনম কপূর, দেশে ফিরতেই অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন নেটাগরিকদের

গত মঙ্গলবার লন্ডন থেকে ভারতে ফিরেছেন সোনম কপূর। মেয়েকে বাড়ি আনতে বিমানবন্দরে পৌঁছেছিলেন বাবা অনিল কপূর। এক বছর পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনম।

বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সকলের সামনে। সেই দৃশ্য লেন্সবন্দি করে বলিউডের এক পাপারাৎজি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন।


সেই ভিডিয়ো দেখেই সোনম অন্তঃসত্ত্বা বলে অনুমান করছে নেটাগরিকদের একাংশ। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাঁদের।

সোনম ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন সোনম।

একজন লিখেছেন, ‘সোনমকে দেখে গর্ভবতী মনে হচ্ছে’। আর এক জনের প্রশ্ন, ‘সোনম কী গর্ভবতী?’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *