Home » সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৩৪১ জন

সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৩৪১ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে মারা গেছেন ২ জন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত ৩৪১ জনের মধ্যে সিলেট জেলার ১৮৬ জন, সিলেট ওসমানী হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জ জেলার ৫৬ জন ও মৌলভীবাজার জেলার ৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪২ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও মৌলভীবাজার জেলার ১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।

চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৫৭ জন ও মৌলভীবাজারে ৩১ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৭ জন ও মৌলভীবাজার জেলায় ১২ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩২ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ২৪৭ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *