সাইবেরিয়ার আকাশ থেকে ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে একটি রুশ যাত্রীবাহী বিমান। শুক্রবার সাইবেরিয়ার টমস্ক শহরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো রুশ বিমান নিখোঁজের ঘটনা ঘটল।
বিমানটি কেড্রোভি শহর থেকে টমস্ক যাচ্ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিখোঁজ বিমানের খোঁজে ইতিমধ্যে হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েকদিন আগেই সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের ২৮ যাত্রী নিহত হয়েছিলেন।
এর আগে ২০১২ সালে বিমানের দুই চালকই মাতাল থাকার কারণে রাশিয়ার আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ যাত্রী নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিমান সুরক্ষার মান উন্নত করা হয়েছে। তারপরও প্রত্যন্ত অঞ্চলে পুরোনো বিমানগুলোর দুর্ঘটনায় কবলে পড়ার ঘটনা ঘটে।
বার্তা বিভাগ প্রধান