করোনাতে মৃত্যু টানা পাঁচ দিন পর কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত এখনও ১২ হাজারের বেশি। আর দৈনিক মৃত্যু ও রোগী শনাক্ত-দুটোই বেশি ঢাকা বিভাগে।
শুক্রবার (১৬ জুলাই) অধিদফতর এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনে মারা গেছেন ৬৮ জন। এরপর চট্টগ্রাম বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৩৯ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট বিভাগের নয়জন, রংপুর বিভাগের ছয়জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন সাতজন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগীও শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। তবে ঢাকা বিভাগ ছাড়া আরও তিন বিভাগে রোগী হাজারের ওপরে শনাক্ত হয়েছেন। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৯৪৯ জন, ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৪৬৩ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩৩০ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৭৪৫ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৯৭ জন, বরিশাল বিভাগে ৫৩৫ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন।
বার্তা বিভাগ প্রধান