Home » সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৫৮৩ জন

সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৫৮৩ জন

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারী এ করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর শেষ ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদন থেকে জানা যায় নতুন করে করোনায় মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে সিলেট জেলাতেই ৭ জন, সুনামগঞ্জে ১ জন এবং হবিগঞ্জের ১ জন।

অপরদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২০১৩ জন। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮২০৪ জন, সুনামগঞ্জে ৩৫৩৪ জন, হবিগঞ্জে ৩৬০৩ জন, মৌলভীবাজারের ৪০৫৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ২৬১৮ জনের করোনা শনাক্ত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *