ঢালিউডের অ্যাকশন হিরো হিসেবেই বেশি পরিচিত রুবেল। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসাসফল হয়েছে। তিনি শুধু অভিনেতাই নন, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্রপরিচালক, ফাইট ডিরেক্টরও। প্রায় আড়াইশ চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্শাল আর্টে পারদর্শী এ অভিনেতা।
সম্প্রতি ‘রাঙা সকাল’ শিরোনামের একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো এই নায়ক। তিনি জানান, এ পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন। সংখ্যাটি ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি।
চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশিপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি।
‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন। বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য।পর্বটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
বার্তা বিভাগ প্রধান