Home » সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৫৪০ জন

সিলেটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৫৪০ জন

গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের। এরমধ্যে সিলেট জেলা ২৪১, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৭৬ ও মৌলভীবাজারে আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া সুলতানা স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ প্রতিবেদন থেকে আরও জানা যায়, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেটের। আর অপরজন হবিগঞ্জের বাসিন্দা। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২১২ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেটের সকল ল্যাবে ৫৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই ৫৪০ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ২৮৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৬২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারে আরও ১৩ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ৪২২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৯২০ জন, হবিগঞ্জে ২ হাজার ১৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১৩ জন, মৌলভীবাজারের আরও ৬ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ৪২ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *