Home » লকডাউনের এগারো তম দিনে সিলেটে একদিনে ১৩৮৫টি মামলা

লকডাউনের এগারো তম দিনে সিলেটে একদিনে ১৩৮৫টি মামলা

করোনা সংক্রমণ রোধে সিলেটসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। তবে কিছুতেই মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। লকডাউনের দিন যত গড়াচ্ছে নানা অজুহাতে বাইরে আসছে মানুষ।

লকডাউনে রাস্তায় মানুষের আনাগোনা যত বাড়ছে ততো বেশি কঠোর হচ্ছে প্রশাসন। এমন বাস্তবতায় মানুষকে অযথা ঘোরাফেরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি করছেন মামলা এবং জরিমানা। এমনকি আটকও করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রোববার (১১ জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও উপজেলা পর্যায়ে ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসময় খোঁড়া অজুহাতে ঘরের বাইরে এসে ঘোরাফেরা কিংবা আইন অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ১৩৮৫টি মামলা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

তিনি জানান- করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন শুরুর পর থেকেই জেলা প্রশাসনের ৩৫টি ম্যাজিস্ট্রেসি টিম মাঠে কাজ করছে। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করছে। এরপরও বিধিনিষেধ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে করা হচ্ছে জরিমানা। কোর্ট পরিচালনা কাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।

তিনি করোনা বিপর্যয় ঠেকাতে সবাইকে বিশেষ কাজ ছাড়া ঘরে থাকার অনুরোধ জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *