সিলেটে পৌঁছালো আরো ৬৪ হাজার ২শ’ ডোজ করোনা ভ্যাকসিন। রবিবার (১১ জুলাই) ভ্যাকসিনগুলো সিলেটে পৌঁছানোর পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে রাখা হয়।
সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটে আজ যেসব ভ্যাকসিন এসেছে তন্মধ্যে চীনের তৈরি সিনোফার্মের ৪৫ হাজার ও আমেরিকার মডার্নার তৈরি ১৯ হাজার ২শ’টি।
জানা গেছে, আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হবে। যারা ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলে বার্তা এসেছে কেবল তারাই পাবেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টিকা দানের কার্যক্রম।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
বার্তা বিভাগ প্রধান