Home » মেসি-নেইমার দুইজনকেই সেরা খেলোয়াড় ঘোষণা

মেসি-নেইমার দুইজনকেই সেরা খেলোয়াড় ঘোষণা

কোপা আমেরিকা টুর্নামেন্টে লিওনেল মেসি ও নেইমার ; দুজনকেই সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে। শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরে দুই জনকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো।

এক বিবৃতিতে কনমেবল জানায়, কোনো একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে। দুজনই তাদের জাতীয় দলের সঙ্গে ফাইনালে উঠেছে। আসরে শীর্ষ গোলদাতাদের তালিকাতেও আছে তারা (মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে, নেইমার ২টি)। সতীর্থদের দিয়েও গোল করিয়েছে তারা; মেসি পাঁচটি ও নেইমার তিনটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে মাঠে তারা কতটা ফল নির্ধারক।
আর্জেন্টিনা অধিনায়ক মেসি আসরে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন। এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি। এক ম্যাচ বিশ্রামে ছিলেন নেইমার। পাঁচ ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিন ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড় ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *