স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আড়ালে এটা দুই মহাতারকা লিওনেল মেসি বনাম নেইমারেরও লড়াই। বলতে গেলে ধুন্ধুমার এক ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায়!
লাতিন ফুটবলের ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন-২ চ্যানেলে।
ফাইনালে উঠার আগে দু’দলই নিজেদের কারিশমা দেখিয়েছে। ব্রাজিল এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের পর সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে। তিতের দল যে ফর্মে আছে তা এখানেই স্পষ্ট। দলের বড় তারকা নেইমারও গোল করে যাচ্ছেন। পাশাপাশি করছেন এসিস্ট।
বিপরীতে আরেক ফাইনালিস্ট আর্জেন্টিনাও অজেয় একটি দল। তাদের আক্ষেপের জায়গাটি হলো দলটি ১৯৯৩ সালের পর আর কোনও ট্রফি জিততে পারেনি। এর ওপর ২০০৭, ২০১৫ ও ২০১৬ আসরের ফাইনালে হারের বেদনায় নীল হয়েছেন মেসি। বার বার কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কোনওবার। এবার তাই পরম আরাধ্য শিরোপা জেতার আরেকটি সুযোগ আর্জেন্টাইন তারকার সামনে।
বার্তা বিভাগ প্রধান